menu-iconlogo
huatong
huatong
avatar

তালাক দিলাম তোর পিরিতি Talak Dilam Tor Piriti

Upload By: Dukhi Morshedhuatong
➳᭄𝐊𝐚𝐥𝐚_𝐌𝐚𝐧𝐢𝐤✭✰huatong
歌詞
作品
গান: আমি তালাক দিলাম তোর পিরিতি

সিঙ্গার: জাহিদ হাসান

কারাওকে: দুঃখী মোরশেদ

মিউজিক: একটু অপেক্ষা করুন

আমি তালাক দিলাম তোর পিরিতি

রাখবো না আর কোন স্মৃতি

আমি তালাক দিলাম তোর পিরিতি

রাখবো না আর কোন স্মৃতি

ভাববো নারে তোর কথা আর

ফেলবো নারে দু চোখেরি জল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

আমি তালাক দিলাম তোর পিরিতি

রাখবো না আর কোন স্মৃতি

ভাববো নারে তোর কথা আর

ফেলবো নারে দু চোখেরি জল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

মিউজিক: একটু অপেক্ষা করুন

তুই যদিরে ভালো থাকিস ভুইলা আমারে

আমি কেনো পারবো নারে ভুইলা থাকিতে

তুই যদিরে ভালো থাকিস ভুইলা আমারে

আমি কেনো পারবো নারে ভুইলা থাকিতে

আমার মতো বেশি ভালো

আমার মতো বেশি ভালো

কে বাসিলো তোরে বল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

মিউজিক: একটু অপেক্ষা করুন

আমার সাথে বলতে কথা হইতি উতলা

কেমন করে থাকিসরে আজ বলনা একেলা

আমার সাথে বলতে কথা হইতি উতলা

কেমন করে থাকিসরে আজ বলনা একেলা

ক্ষণে ক্ষণে কেঁপে উঠে

ক্ষণে ক্ষণে কেঁপে উঠে

ঝরে শুধু চোখে জল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

আমি তালাক দিলাম তোর পিরিতি

রাখবো না আর কোন স্মৃতি

আমি তালাক দিলাম তোর পিরিতি

রাখবো না আর কোন স্মৃতি

ভাববো নারে তোর কথা আর

ফেলবো নারে দু চোখেরি জল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

আমি তালাক দিলাম তোর পিরিতি

রাখবো না আর কোন স্মৃতি

ভাববো নারে তোর কথা আর

ফেলবো নারে দু চোখেরি জল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

তুই কি আমার ছিলি বন্ধু

সত্যি কইরা বল

*সবাইকে ধন্যবাদ*

更多Upload By: Dukhi Morshed熱歌

查看全部logo

猜你喜歡