menu-iconlogo
huatong
huatong
upload-by-emon--cover-image

ভাঙ্গা তরী ছেড়া পাল

Upload by Emonhuatong
𝕖𝓂𝑜𝐧𝓐h๓𝐞đhuatong
歌詞
作品
আমার ভাঙ্গা তরী ছেড়া পাল

চলবে আর কত কাল

ভাবি শুধু একা বসিয়া

রে দয়াল,

এভাবে আর চলবে কতকাল

তরী কিনারায় ভিরাইয়া

ভাবি শুধু কাদিয়া

কিনারায় ভিরাইয়া

ভাবি শুধু কাদিয়া

যাবে কি এমনি দিন হাল

রে দয়াল,

এভাবে চলবে কতকাল

আমার ভাঙ্গা তরী ছেড়া পাল

চলবে আর কত কাল

ভাবি শুধু একা বসিয়া

রে দয়াল,

এভাবে আর চলবে কতকাল

জীবণ দিলা কাঞ্চা বাশের

খাচার মতন

যত্ন নেবার এগেই তাহা

ভাঙ্গে অবিরত, দয়াল

ভাঙ্গে অবিরত,

জীবণ দিলা কাঞ্চা বাশের

খাচার মতন

যত্ন নেবার এগেই তাহা

ভাঙ্গে অবিরত, দয়াল

ভাঙ্গে অবিরত,

ধনীরে ধন দিলা

গরীবের তুইলা পিঠের ছাল

রে দয়াল,

এভাবে আর চলবে কতকাল

আমার ভাঙ্গা তরী ছেড়া পাল

চলবে আর কত কাল

ভাবি শুধু একা বসিয়া

রে দয়াল,

এভাবে আর চলবে কতকাল

সুখের পাখি নীড় বাধিতে

যায়না সে ভুলে

যত্ন করে নীড় বাধে হায়

সুখের দুকুলে দয়াল

সুখের দুকুলে

সুখের পাখি নীড় বাধিতে

যায়না সে ভুলে

যত্ন করে নীড় বাধে হায়

সুখের দুকুলে দয়াল

সুখের দুকুলে

তেলো চুলে তেল দিলা

বুঝলানা জটা চুলের হাল

রে দয়াল,

এভাবে আর চলবে কতকাল

আমার ভাঙ্গা তরী ছেড়া পাল

চলবে আর কত কাল

ভাবি শুধু একা বসিয়া

রে দয়াল,

এভাবে আর চলবে কতকাল

তরী কিণারায় ভিড়াইয়া

ভাবি শুধু কাদিয়া

কিনারায় ভিড়াইয়া

ভাবি শুধু কাদিয়া

যাবে কি এমনি দিন হাল

রে দয়াল,

এভাবে চলবে কতকাল

আমার ভাঙ্গা তরী ছেড়া পাল

চলবে আর কত কাল

ভাবি শুধু একা বসিয়া

রে দয়াল,

এভাবে আর চলবে কতকাল

更多Upload by Emon熱歌

查看全部logo

猜你喜歡