পাখি রে তুই সার্থপর বুকের ভিতর বাইদা ঘর
ছিঁড়া খাইলি রে কলিজা,
নিঠুর পাখি রে ছিড়ায়া খাইলি রে কলিজা
পাখি রে তুই সার্থপর বুকের ভিতর বাইদা ঘর
ছিঁড়া খাইলি রে কলিজা,
নিঠুর পাখি রে ছিড়ায়া খাইলি রে কলিজা
আদর দিলাম মানাইলাম পোষ
তাতে আমার ছিলো কি দোষ রে পাখি
আদর দিলাম মানাইলাম পোষ
তাতে আমার ছিলো কি দোষ রে পাখি
কারা বাপের হইয়া বেহুশ
কারা বাপের হইয়া বেহুশ
দিলে আমায় এই সাজা,,
ছিঁড়া খাইলি রে কলিজা,
নিঠুর পাখি রে ছিড়ায়া খাইলি রে কলিজা
আদর সোহাগ দিয়া তোরে
বানদিয়া পিরিতি ডোরে রে
পাখি
আদর সোহাগ দিয়া তোরে
বানদিয়া পিরিতি ডোরে রে
প্রেম অনোলে অঙ্গ পুড়ে
প্রেম অনোলে অঙ্গ পুড়ে
বুঝিলাম প্রেমের মজা
ছিঁড়া খাইলি রে কলিজা,
নিঠুর পাখি রে ছিড়ায়া খাইলি রে কলিজা
নাই আশা নাই ভরসা
বিপল গেলো ভালোবাসা রে
পাখি
নাই আশা নাই ভরসা
বিপল গেলো ভালোবাসা
পাগল মোসতাক কুলবি নাশা
পাগল মোসতাক কুলবি নাশা
মাথায় কলঙ্কের বোঝা
ছিঁড়া খাইলি রে কলিজা,
নিঠুর পাখি রে ছিড়ায়া খাইলি রে কলিজা
পাখি রে তুই সার্থপর বুকের ভিতর বাইদা ঘর
ছিঁড়া খাইলি রে কলিজা,
নিঠুর পাখি রে ছিড়ায়া খাইলি রে কলিজা
নিঠুর পাখি রে ছিড়ায়া খাইলি রে কলিজা