শিরোনাম : রঙিলা রঙিলা ও রঙিলারে
ট্রেক আপলোড বাই মো: তুহিন ইসলাম।
গান অনুরোধ শারমিন.
M= রঙিলা রঙিলা ও রঙিলারে
বলতে বড় ইচ্ছে হয় ভালো বাসি তরে.
F= ও রঙিলা রঙিলা ও রঙিলারে
বলতে বড় ইচ্ছে হয় ভালো বাসি তরে.
M= ভালোবাসি কথাটি মন নাহি পরে
তোর ভালোবাসা আমায় নাহি ছাড়ে.
F= কাছে এসে বলনা ভালোবাসিরে.
M= ও রঙিলা রঙিলা ও রঙিলারে.
বলতে বড় ইচ্ছে হয় ভালো বাসি তরে.
ট্রেক আপলোড বাই মো: তুহিন ইসলাম.
F= পারিনা যে বলতে তোরে
ডুবেছি তোর প্রেম সাগরে.
M= তোর চোখেরি কুরোঘরে
থাকতে চাই বসত করে.
F= আদরে রে সোহাগে আমায় তুমি
কাছে টেনে নে রে.
M+F= ও রঙিলা রঙিলা ও রঙিলারে
বলতে বড় ইচ্ছে হয় ভালো বাসি তরে.
ট্রেক আপলোড বাই মো: তুহিন ইসলাম.
F= তোর কথা পড়লে মনে
ঝড় ওঠে রে দুই নয়নে.
M= তোর স্বপনের নীল আকাশে
উড়ছি আমি ভেসে ভেসে.
F= আমাকে তুই নে খুঁজে
দুরে গেলে জালা বারে.
M= ও রঙিলা রঙিলা ও রঙিলারে
বলতে বড় ইচ্ছে হয় ভালো বাসি তরে .
F= রঙিলা রঙিলা ও রঙিলারে
বলতে বড় ইচ্ছে হয় ভালো বাসি তরে.
M= ভালোবাসি কথাটি মন নাহি ভরে
তোর ভালোবাসা আমায় নাহি ছাড়ে.
F= কাছে এসে বলনা ভালোবাসিরে.
M+F=ও রঙিলা রঙিলা ও রঙিলারে
বলতে বড় ইচ্ছে হয় ভালো বাসি তরে।
নতুন নতুন ট্রেক পাওয়া জন্য ফলো দিয়ে রাখুন।
ট্রেক ব্যবহার করার জন্য ধন্যবাদ.