menu-iconlogo
huatong
huatong
avatar

EBAR AMAY DAKLE DURE RABINDRASANGEET UTTHAN GHATAK

UTTHAN GHATAK/Srikanta Acharyahuatong
osiris6562000huatong
歌詞
作品
Parjaay: Puja Upa-parjaay: Bondhu Taal: Dadra Raag: Iman

এবার আমায় ডাকলে দূরে সাগর-পারের গোপন পুরে ॥

এবার আমায় ডাকলে দূরে.........

বোঝা আমার নামিয়েছি যে, সঙ্গে আমায় নাও গো নিজে।।

স্তব্ধ রাতের স্নিগ্ধ সুধা..পান করাবে. তৃষ্ণাতুরে ॥...

এবার আমায় ডাকলে দূরে......।।

MUSIC.....................

আমার সন্ধ্যাফুলের মধু এবার যে ভোগ করবে বঁধু।

আমার সন্ধ্যাফুলের মধু এবার যে ভোগ করবে বঁধু।

তারার আলোর প্রদীপখানি.... প্রাণে আমার জ্বালবে আনি,

আমার যত কথা ছিল...ভেসে..যাবে তোমার সুরে ....

এবার আমায় ডাকলে দূরে সাগর-পারের গোপন পুরে ॥

এবার আমায় ডাকলে দূরে ।।

更多UTTHAN GHATAK/Srikanta Acharya熱歌

查看全部logo

猜你喜歡