আরশি নগর
Uploaded: Ahsan-GP_SaM
বাড়ির কাছে আরশীনগর
সেথা এক পড়শী বসত করে
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে
গিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা, নাই তরণী পাড়ে
গিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা, নাই তরণী পাড়ে
বাঞ্ছা করি দেখবো তারে
কেমনে সেথা যাই রে
আমি কেমনে সেথা যাই রে
আমি একদিনও না দেখিলাম তারে
Instrumental Uploaded: Ahsan-GP_SaM
কি বলবো পড়শীর কথা
হস্ত-পদ, স্কন্ধ-মাথা নাই রে
কি বলবো পড়শীর কথা
হস্ত-পদ, স্কন্ধ-মাথা নাই রে
ক্ষণেক থাকে শূন্যের উপর
ক্ষণেক ভাসে নীড়ে
ও সে ক্ষণেক ভাসে নীড়ে
আমি একদিনও না দেখিলাম তারে
Lead Uploaded: Ahsan-GP_SaM
পড়শী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো দূরে
পড়শী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো দূরে
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে
তবু লক্ষ যোজন ফাঁক রে
আমি একদিনও না দেখিলাম তারে
Uploaded: Ahsan-GP_SaM