নীল চোখে চোখ আমি রেখেছি
সার রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ ভরে যতো আমি দেখেছি
যেনো সর্গের কাছাকাছি এসেছি
নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ দুটো ভরে যতো দেখেছি
যেনো সর্গের কাছাকাছি এসেছি
কি মায়া সেই চোখে
আমি তো বুঝিনা
কি মায়া সেই চোখে
আমি তো বুঝিনা
নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ দুটো ভরে যতো দেখেছি
যেনো সর্গের কাছাকাছি এসেছি
গায়ে সিক্ত নীলাম্বরী
কপালে মধু মাখা মধু চন্দন
এলোমেলো কেশ যেনো
আকাশের সাথে খায় চুম্বন
গায়ে সিক্ত নীলাম্বরী
কপালে মধু মাখা মধু চন্দন
এলোমেলো কেশ যেনো
আকাশের সাথে খায় চুম্বন
সে যে রূপে অপরূপা
কোন কবির কল্পনা
সে যে রূপে অপরূপা
কোন কবির কল্পনা
নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ দুটো ভরে যতো দেখেছি
যেনো সর্গের কাছাকাছি এসেছি
সে যে ছন্দের তালে তালে
নৃত্যে নেচে চলে
গুনগুন সুরে সুরে
হৃদয়ের কথা বলে
সে যে ছন্দের তালে তালে
নৃত্যে নেচে চলে
গুনগুন সুরে সুরে
হৃদয়ের কথা বলে
তার সুরের লহরে
এই মন দিশেহারা
তার সুরের লহরে
এই মন দিশেহারা
নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ ভরে যতো আমি দেখেছি
যেনো সর্গের কাছাকাছি এসেছি
নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ ভরে যতো আমি দেখেছি
যেনো সর্গের কাছাকাছি এসেছি
কি মায়া সেই চোখে
আমি তো বুঝিনা
কি মায়া সেই চোখে
আমি তো বুঝিনা
নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ দুটো ভরে যতো দেখেছি
যেনো সর্গের কাছাকাছি এসেছি