huatong
huatong
avatar

তুমি ছিলেনা সেদিন

অবসকিউরhuatong
অদৃশ্যhuatong
الكلمات
التسجيلات
তুমি ছিলেনা সেদিন

আকাশের তারাগুলো লুকিয়েছিল মেঘে

তুমি এলেনা সেদিন

জোনাকীরা বসে বসে ঘুমিয়েছিল রেগে

তুমি এলেনা সেদিন এলেনা সেদিন

অতীতের স্মৃতিগুলো তাই ভাবিয়েছিল জেগে

তুমি ছিলেনা সেদিন

আকাশের তারাগুলো লুকিয়েছিল মেঘে

তুমি এলেনা সেদিন

জোনাকীরা বসে বসে ঘুমিয়েছিল রেগে

তুমি এলেনা সেদিন এলে না সেদিন

অতীতের স্মৃতিগুলো তাই ভাবিয়েছিল জেগে

---অদৃশ্য---

তুমি আসবে বলেই অনেকটা

সময় দিয়েছি নিজেকে সাজাতে

যত কথা ছিল মনে জমিয়ে রেখেছি তোমাকে জানাতে

তুমি আসবে বলেই অনেকটা

সময় দিয়েছি নিজেকে সাজাতে

যত কথা ছিল মনে জমিয়ে রেখেছি তোমাকে জানাতে

তুমি এলেনা সেদিন এলেনা সেদিন

সবকিছু ভেঙে গেলো এক নিমিষেই

---অদৃশ্য---

তুমি আসবে বলে কত রাত

ঘুমোতে পারিনি অজানা খেয়ালে

যতটুকু দুঃখ ছিল সরিয়ে দিয়েছি সুখেরই আড়ালে

তুমি আসবে বলে কত রাত

ঘুমোতে পারিনি অজানা খেয়ালে

যতটুকু দুঃখ ছিল সরিয়ে দিয়েছি সুখেরই আড়ালে

তুমি এলেনা সেদিন এলে না সেদিন

সবকিছু ভেঙে গেলো এক নিমিষেই

তুমি ছিলেনা যেদিন

আকাশের তারাগুলো লুকিয়েছিল মেঘে

তুমি এলেনা যেদিন

জোনাকীরা বসে বসে ঘুমিয়েছিল রেগে

তুমি এলেনা যেদিন এলে না যেদিন

অতীতের স্মৃতিগুলো ভাবিয়েছিল জেগে

তুমি ছিলেনা যেদিন

আকাশের তারাগুলো লুকিয়েছিল মেঘে

তুমি এলেনা যেদিন

জোনাকীরা বসে বসে ঘুমিয়েছিল রেগে

তুমি এলেনা সেদিন এলেনা সেদিন

অতীতের স্মৃতিগুলো ভাবিয়েছিল জেগে

المزيد من অবসকিউর

عرض الجميعlogo

قد يعجبك