huatong
huatong
avatar

পৃথিবী আমার আসল ঠিকানা নয় prithibi amar as

ইসলামিক গজল বাংলা গজলhuatong
sambeany1huatong
الكلمات
التسجيلات
আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পৃথিবী আমার আসল ঠিকানা নয়,

পৃথিবী আমার আসল ঠিকানা নয়.

মরণ একদিন..মুছে দেবে..সকল রঙ্গিন পরিচয়..

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

মিছে এই মানুষের বন্ধন,

মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন।

মিছে এই মানুষের বন্ধন,

মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন।

মিছে এই জীবনের রংধনু সাতরং,

মিছে এই জীবনের রংধনু সাতরং,

মিছে এই দুদিনের অভিনয়।

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

মিছে এই ক্ষমতার দন্দ,

মিছে গান কবিতার ছন্দ।

মিছে এই ক্ষমতার দন্দ,

মিছে গান কবিতার ছন্দ।

মিছে এই অভিনয় নাটকের মঞ্চে,

মিছে এই অভিনয় নাটকের মঞ্চে,

মিছে এই জয় আর পরাজয়।

পৃথিবী আমার আসল ঠিকানা নয়..

মরণ একদিন..মুছে দেবে..সকল রঙ্গিন পরিচয়..

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

মরণ একদিন..মুছে দেবে..সকল রঙ্গিন পরিচয়..

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

মিছে এই মানুষের বন্ধন,

মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন।

মিছে এই মানুষের বন্ধন,

মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন।

মিছে এই জীবনের রংধনু সাতরং,

মিছে এই জীবনের রংধনু সাতরং,

মিছে এই দুদিনের অভিনয়।

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

জাযাকাল্লাহু খাইরান

المزيد من ইসলামিক গজল বাংলা গজল

عرض الجميعlogo

قد يعجبك