huatong
huatong
avatar

বিদায় বেলায় মোরে দিওগো দেখা হে প্রিয়

ইসলামিক গজল বাংলা গজলhuatong
asgharshah1981huatong
الكلمات
التسجيلات
বিদায় বেলায়,

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল।

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল।

তব দিদারে, হব ধন্য তখন আমি

তব দিদারে, হব ধন্য তখন আমি

শুন্য দেহ যখন লুটাবে ধুলায়...

বিদায় বেলায়...

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল..

কত নবী অলী ছিলো ধরার মাঝে

সবাই আপন নীরে চলে গেছে

কত নবী অলী ছিলো ধরার মাঝে

সবাই আপন নীরে চলে গেছে

আমিও তো পাবোনা ছাড়া..

পৌছে যাবো জীবনের মহনায়..

বিদায় বেলায়..

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল

ছিলো কত আদরের মা বাবা আমার..

কেমন আছেন তারা কবর মাঝার

ছিলো কত আদরের মা বাবা আমার..

কেমন আছেন তারা কবর মাঝার

সে খবর আজও অজানা

আমিও তো চলে যাবো বেলা অবেলায়

বিদায় বেলায়..

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল

কত বন্ধু সজন ছিলো জমিদারি..

অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি

কত বন্ধু সজন ছিলো জমিদারি..

অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি

মোরে গহিন কবরে ফেলে হায়..

সেই মহা মছিবতে ভুলনা আমায়..

বিদায় বেলায়

বিদায় বেলায় মোরে দিওগো দেখা..

হে প্রিয়ো রাসুল

তব দিদারে হব ধন্য তখন আমি

তব দিদারে হব ধন্য তখন আমি

শুন্য দেহ যখন লুটাবে ধুলায়..

বিদায় বেলায়

বিদায় বেলায় মোরে দিওগো দেখা

হে প্রিয়ো রাসুল

বিদায় বেলায় মোরে দিওগো দেখা

হে প্রিয়ো রাসুল

জাযাকাল্লাহু খাইরান

আসুন, নিয়মিত পাঁচ ওয়াক্ত

নামাজ আদায় করি।

আরো ইসলামিক গজল পেতে

المزيد من ইসলামিক গজল বাংলা গজল

عرض الجميعlogo

قد يعجبك