huatong
huatong
avatar

কেনো এমন বলো হয় জানে না তো এ হৃদয়

এস আই টুটুলhuatong
༄ᶦ𝗺᭄❤জোনাকি❤️™S.M.Shuatong
الكلمات
التسجيلات
শিল্পী:এস আই টুটুল

ছায়াছবি: স্বামীর সংসার

Exclusive New song

Upload and lyric : junaki

====Wait===

মেয়ে*****কেনো এমন বলো হয়

জানে না তো এ হৃদয়

তুমি এলে সব কিছু লাগে ভালো

তুমি হীনা দিন গুলো আঁধার কালো

ছেলে*******আকাশ মাটির পৃথিবী জানে তুমি আছো এ প্রানে

মেয়ে*******কেনো এমন বলো হয়

জানে না তো এ হৃদয়

তুমি এলে সব কিছু লাগে ভাল

তুমি হীনা দিন গুলো আঁধার কালো

ছেলে******আকাশ মাটির পৃথিবী জানে তুমি আছো এ প্রানে

কেনো এমন বলো হয়

জানে না তো এ হৃদয়

Exclusive New song

Upload and lyric : junaki

====Wait===

ছেলে*****ঝরে পড়ে ফুল দক্ষিণা হাওয়ায়

তুমি থাকো মন জুড়ে একটি চাওয়ায়

মেয়ে****সারা বেলা যায় তোমারি আশায়

ডুরে থাকি এতো দূর ভালোবাসায়

ছেলে*****নদী ছুটে সাগর ও পানে, আমি তোমারি টানে

মেয়ে******কেনো এমন বলো হয়

জানে না তো এ হৃদয়

Exclusive New song

Upload and lyric : junaki

====Wait===

ছেলে*****হাতে রাখো হাত নয়নে নয়ন

দিয়েছি তোমায় লিখে একটি জীবন

মেয়ে*****তুমি পাশে তাই লাগে না একা

চোখ বুজে চোখ মেলে স্বপ্ন দেখা

ছেলে*****আসে সকাল পাখির ও গানে, আমি তোমারি টানে

মেয়ে*****কেনো এমন বলো হয়

জানে না তো এ হৃদয়

তুমি এলে সব কিছু লাগে ভালো

তুমি হীনা দিন গুলো আঁধার কালো

ছেলে*******আকাশ মাটির পৃথিবী জানে তুমি আছো এ প্রানে

হু হু হু হু, হু হু হু,লা লা লা লা, লা লা লা আ আহা

?Thanks for listening ?

المزيد من এস আই টুটুল

عرض الجميعlogo

قد يعجبك