huatong
huatong
--cover-image

আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

নজরুল গীতিhuatong
nicoleclelandhuatong
الكلمات
التسجيلات
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

নজরুল গীতি(অনুপ ঘোষাল)

আকাশে আজ,ছড়িয়ে দিলাম প্রিয়,

আমার কথার ফুল গো,

আমার গানের মালা গো,

কুড়িয়ে তুমি নিও,..

আকাশে আজ,ছড়িয়ে দিলা ম প্রিয়।

আমার সুরের ইন্দ্রধনু,

রচে আমার ক্ষনিক তনু,

আমার সুরের ইন্দ্রধনু,

রচে আমার ক্ষনিক তনু,

জড়িয়ে আছে,সেই রঙ্গে মোর,অনুরাগ অমিয়,

আমার কথার ফুল গো,

আমার গানের মালা গো,

কুড়িয়ে তুমি নিও,

আকাশে আজ,ছড়িয়ে দিলা ম প্রিয়।

মোর আঁখির পাতায়,নাই দেখিলে,

আমার আঁখিজল,

মোর কন্ঠের সুর,অশ্রু ভারে,

করে টলমল গো,করে টলমল,

আমার হ্রদয় পদ্ম ঘীরে,

কথার ভ্রমর কেঁদে ফিরে,

আমার হ্রদয় পদ্ম ঘীরে,

কথার ভ্রমর কেঁদে ফিরে,

সেই ভ্রমরের কাছে আমার,

মনের মধু প্রিয়,

আমার কথার ফুল গো,

আমার গানের মালা গো,

কুড়িয়ে তুমি নিও,

আকাশে আজ,ছড়িয়ে দিলা ম প্রিয়।

المزيد من নজরুল গীতি

عرض الجميعlogo

قد يعجبك