huatong
huatong
avatar

Oi Rongdhonu Thake

বেবি নাজনীনhuatong
mommymusclehuatong
الكلمات
التسجيلات

ঐ রংধনু থেকে কিছু কিছু রং এনে দাওনা

তুমি মনের মাধুরী সাথে মিশিয়ে

আমাকে আপন করে নাওনা

ঐ রংধনু থেকে কিছু কিছু রং এনে দাওনা

তুমি মনের মাধুরী সাথে মিশিয়ে

আমাকে আপন করে নাওনা

ঐ রংধনু থেকে কিছু কিছু রং এনে দাওনা

কতদিন বলেছি বকুলের ফুল এনো মালা গাঁথবো

কতদিন সেধেছি শিশিরে ভেজা ঘাসেঁ আচল ছড়াবো

কতদিন বলেছি বকুলের ফুল এনো মালা গাঁথবো

কতদিন সেধেছি শিশিরে ভেজা ঘাসেঁ আচল ছড়াবো

তুমি এমন কেন তোমারকি সাধ হয়না

ঐ রংধনু থেকে কিছু কিছু রং এনে দাওনা

তুমি মনের মাধুরী সাথে মিশিয়ে

আমাকে আপন করে নাওনা

ঐ রংধনু থেকে কিছু কিছু রং এনে দাওনা

তুমি কী দেখছো আকাশ কেমন করে মেশে সাগরে

তুমি কী শুনেছো আমার যত গান তোমাকে ঘিরে

তুমি কী দেখছো আকাশ কেমন করে মেশে সাগরে

তুমি কী শুনেছো আমার যত গান তোমাকে ঘিরে

তুমি নীরব কেন বুঝেও কী কিছুই বোঝনা

ঐ রংধনু থেকে কিছু কিছু রং এনে দাওনা

তুমি মনের মাধুরী সাথে মিশিয়ে

আমাকে আপন করে নাওনা

ঐ রংধনু থেকে কিছু কিছু রং এনে দাওনা

তুমি মনের মাধুরী সাথে মিশিয়ে

আমাকে আপন করে নাওনা

ঐ রংধনু থেকে কিছু কিছু রং এনে দাওনা

ধন্যবাদ

المزيد من বেবি নাজনীন

عرض الجميعlogo

قد يعجبك