huatong
huatong
avatar

আধো রাতে যদি ঘুম ভেঙে যায়

শাকিলা জাফরhuatong
ᴿ᭄𝐀𝐑_𝐑𝐈𝐏𝐎𝐍✵🅡︎Ⓜ️🅟︎࿐🇧🇩huatong
الكلمات
التسجيلات
-=শিল্পী:- রিজিয়া পারভীন=-

-=ফেমেলি:- SRF & RMP=-

-==চয়েজ:- নীরা==-

-=আপলোড:- এ আর রিপন=-

-==অপেক্ষা করুন==-

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়

মনে পড়ে মোরে প্রিয়~

চাঁদ হয়ে রব আকাশেরও গায়

বাতায়ন খুলে দিও~

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়

মনে পড়ে মোরে প্রিয়~

চাঁদ হয়ে রব আকাশেরও গায়

বাতায়ন খুলে দিও~~

-=আপলোড:- এ আর রিপন=-

সেথা জোছনার..আলোরও কনিকা

যেনো সে তোমার প্রেমের ও মনিকা~

সেথা জোছনার, আলোর ও কনিকা

যেনো সে তোমার, প্রেমের ও মনিকা~

কলঙ্ক সাথে, জড়ায়ে রয়েছে~

প্রেমের কলঙ্ক সাথে, জড়ায়ে রয়েছে

আঁখি ভরে নীড় ও প্রিয়~

চাঁদ হয়ে রব, আকাশেরও গায়

বাতায়ন খুলে দিও~~

-=আপলোড:- এ আর রিপন=-

ভুলি নাই প্রিয় ভুলি নাই

খুলি নাই রাঙ্গা রাখি~

মুছি নাই প্রেমও, চন্দন লেখা

দিয়েছো যা ললাটে আঁকি

ভুলি নাই প্রিয় ভুলি নাই~~

>>>>>>>><<<<<<<<

চৈত্র দিনের, অলসও বেলায়

যদি গান..খানি মোর~

মনে পড়ে হায়~

চৈত্র দিনের, অলস বেলায়

যদি গান খানি, মনে পড়ে হায়

ঝরানো পাতার মর্মর গানে~

ঝরানো পাতার মর্মর গানে

সেই সুর ও গীত শুনিয়ো~

চাঁদ হয়ে রব আকাশেরও গায়

বাতায়ন খুলে দিও~~

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়

মনে পড়ে মোরে প্রিয়~

চাঁদ হয়ে রব আকাশেরও গায়

বাতায়ন খুলে দিও~~

====সমাপ্ত====

المزيد من শাকিলা জাফর

عرض الجميعlogo

قد يعجبك