huatong
huatong
avatar

Keu bole tui

Bappahuatong
🤘_🇸🇦★Rafi★🇧🇩_🤘huatong
الكلمات
التسجيلات
কেউ বলে তুই দূরে উধাও

কেউ বলে তুই আছিস

আমি বলি আমায় ছাড়া

কেমন করে বাঁচিস

কেউ বলে তুই ভাগ্যলিখন

কেউ বলে তুই পাথর

কেউ বলে তুই প্রার্থনার

কারো শীতের চাদর

কেউ বলে তুই অপার আকাশ

কেউ বলে বালুকণা

কেউ বলে একজীবনে

যায় না তোকে জানা

কেউ বলে তুই অপার আকাশ

কেউ বলে বালুকণা

কেউ বলে একজীবনে

যায় না তোকে জানা

সেদিন শুনি বলছে তারা

দেখতে পেল তোকে

কত কিছুই রটিয়ে দিল

কত রকম লোকে

সেদিন শুনি বলছে তারা

দেখতে পেল তোকে

কত কিছুই রটিয়ে দিল

কত রকম লোকে

কেউ বলে তুই অপার কেউ

তুই মৃত্যুর কাছাকাছি

আমি শুধু দেখিনা তোকে

অন্ধ হয়ে আছি

কেউ বলে তুই অপার আকাশ

কেউ বলে বালুকণা

কেউ বলে একজীবনে

যায় না তোকে জানা

মেঘের রঙ্গে সাজিস নাকি

আজও বৃষ্টি এলে

পৃথিবী অবাক তাকিয়ে দেখে

হাজার দৃষ্টি মেলে

মেঘের রঙ্গে সাজিস নাকি

আজও বৃষ্টি এলে

পৃথিবী অবাক তাকিয়ে দেখে

হাজার দৃষ্টি মেলে

কেউ বলে তুই অপার আকাশ

কেউ বলে বালুকণা

কেউ বলে একজীবনে

যায় না তোকে জানা

কেউ বলে তুই অপার আকাশ

কেউ বলে বালুকণা

কেউ বলে একজীবনে

যায় না তোকে জানা

কেউ বলে...

المزيد من Bappa

عرض الجميعlogo

قد يعجبك