huatong
huatong
ferdous-ara--cover-image

রাতের গায়ে জোনাক যখন জ্বলে

Ferdous Arahuatong
neuroman42huatong
الكلمات
التسجيلات
রাতের গায়ে জোনাক যেমন জ্বলে

তারার সাথে আকাশ কথা বলে

রাতের গায়ে জোনাক যেমন জ্বলে

তারার সাথে আকাশ কথা বলে

আমি তেমন করে'ই বলবো কথা

আমার প্রিয়ার সাথে

আমি তেমন করে'ই বলবো কথা

আমার প্রিয়ার সাথে

ওগো রাত তুমি, দীঘল হয়ে যাও

ওগো চাঁদ তুমি, জোছনা ছড়াও

সে এলে পায়ের নুপুর

বাজবে রিমি ঝিমি

সে এলে হাতের কাকন

বাজবে কিমি কিমি

সে যে বিনি সুতার মালা দেবে হাতে

সে যে বিনি সুতার মালা দেবে হাতে

ওগো রাত তুমি, দীঘল হয়ে যাও

ওগো চাঁদ তুমি, জোছনা ছড়াও

সে এলে আদর করে

রাখবো বুকে বুকে

আকাশ যেমন চাঁদকে

রাখে চোখে চোখে

আহা মধুর মিলন হবে যে এই রাতে

আহা মধুর মিলন হবে যে এই রাতে

ওগো রাত তুমি, দীঘল হয়ে যাও

ওগো চাঁদ তুমি, জোছনা ছড়াও

রাতের গায়ে জোনাক যেমন জ্বলে

তারার সাথে আকাশ কথা বলে

আমি তেমন করে'ই বলবো কথা

আমার প্রিয়ার সাথে

আমি তেমন করে'ই বলবো কথা

আমার প্রিয়ার সাথে

ওগো রাত তুমি, দীঘল হয়ে যাও

ওগো চাঁদ তুমি, জোছনা ছড়াও

হুম...হুম...হুম...

হুম...হুম...হুম...হুম....

المزيد من Ferdous Ara

عرض الجميعlogo

قد يعجبك