huatong
huatong
ferdous-ara-age-jodi-jantam-cover-image

Age Jodi Jantam

Ferdous Arahuatong
pjms2010huatong
الكلمات
التسجيلات
আগে যদি জানিতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না রে

এই জ্বালা আর প্রাণে সয় না

আগে যদি জানিতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না রে

এই জ্বালা আর প্রাণে সয় না

ও...হো...

মন রে...

কিসের তরে রয়ে গেলি তুই

আগে যদি জানিতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সয় না

বলেছিলি তুই যে আমায়

আমি নাকি ভুলে যাবো

ভুলে আমি, ঠিকই তো যেতাম

বলেছিলি তুই যে আমায়

আমি নাকি ভুলে যাবো

ভুলে আমি, ঠিকই তো যেতাম

ও হো পোড়া মনে তোরই কথা

বারে বারে বেজে ওঠে

পোড়া মনে তোরই কথা

বারে বারে বেজে ওঠে

তাই তোকে আর ভোলা হলো না রে

এই জ্বালা আর প্রাণে সহে না

জানিনা কেনো যে আমায়

একা ফেলে চলে গেলি

ভুলেও কি মনে পড়ে না

জানিনা কেনো যে আমায়

একা ফেলে চলে গেলি

ভুলেও কি মনে পড়ে না

ও হো তোরই মতো কোনদিন

আমিও যে ভুলে যাবো

তোরই মতো কোনদিন

আমিও যে ভুলে যাবো

তবু এই জ্বালা প্রাণে সইবো না রে

এই জ্বালা আর প্রাণে সহে না

আগে যদি জানিতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না রে

এই জ্বালা আর প্রাণে সয় না

ও...হো...মন রে...

কিসের তরে রয়ে গেলি তুই

আগে যদি জানিতাম

তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

المزيد من Ferdous Ara

عرض الجميعlogo

قد يعجبك