huatong
huatong
avatar

মৃত আত্মা (Mrito Attha)

Gogon Sakibhuatong
omar_hawarihuatong
الكلمات
التسجيلات
আমার টাকা নেই বলে

ওরে তুইও গেলি চলে

তুই ছাড়া এই আমার

আজ ভেতর টা জ্বলে

আজ ভেতর টা জ্বলে

তুই পরের বাহুডোরে

আমার ভেতর যাচ্ছে পুড়ে

তুই হীনা এই আমিটা

তিলে তিলে যাচ্ছে মরে

আমার পুড়ছে পুড়ুক বুক

তুই কুড়া রে তোর সুখ

তবু মরার আগেও আমি

দেখবো না রে তোর মুখ

আমার মৃত আত্মাটা

তোরে ডাকবে একদিন খুব

আমি দেখবো সেই দিন তুই

ওরে কেমনে রবি চুপ

আমার শূন্য পকেট অভাব

তার পাল্টে গেছে স্বভাব

তার মনের রাজ্যে নিল

দখল নতুন কোন নবাব

আমার ভীষণ কষ্ট হয়

আহা সে তো আমার নয়

ওরে করলোরে সে এক

হায়রে নিখুত অভিনয়

আমার পুড়ছে পুড়ুক বুক

তুই কুড়া রে তোর সুখ

তবু মরার আগেও আমি

দেখবো না রে তোর মুখ

আমার মৃত আত্মাটা

তোরে ডাকবে একদিন খুব

আমি দেখবো সেই দিন তুই

ওরে কেমনে রবি চুপ

আমার পুড়ছে পুড়ুক বুক

তুই কুড়া রে তোর সুখ

তবু মরার আগেও আমি

দেখবো না রে তোর মুখ

আমার মৃত আত্মাটা

তোরে ডাকবে একদিন খুব

আমি দেখবো সেই দিন তুই

ওরে কেমনে রবি চুপ

المزيد من Gogon Sakib

عرض الجميعlogo

قد يعجبك