huatong
huatong
helal-je-geche-doore-cover-image

Je Geche Doore

Helalhuatong
salacadulahuatong
الكلمات
التسجيلات
যে গেছে দূরে, তারে যেও ভুলে

পথ চেয়ে ব্যথা সয়ে কী আর হবে

শুধু জীবন ক্ষয়ে

পৃথিবীকে কী দিলে? কী তুমি পেলে?

যে গেছে দূরে, তারে যেও ভুলে

পথ চেয়ে ব্যথা সয়ে কী আর হবে

শুধু জীবন ক্ষয়ে

পৃথিবীকে কী দিলে? কী তুমি পেলে?

জীবন মানে শুধু পথচলা

থাক না পড়েই পাশে পথের ধূলা

জীবন মানে শুধু পথচলা

থাক না পড়েই পাশে পথের ধূলা

এখানেই লোকালয়, মন দাও রয়ে সয়ে

জীবনকে প্রেম দিলে যে সবই দিলে

যে গেছে দূরে, তারে যেও ভুলে

পথ চেয়ে ব্যথা সয়ে কী আর হবে

শুধু জীবন ক্ষয়ে

পৃথিবীকে কী দিলে? কী তুমি পেলে?

যে গেছে দূরে তারে যেও ভুলে

পথ চেয়ে ব্যথা সয়ে কী আর হবে

শুধু জীবন ক্ষয়ে

পৃথিবীকে কী দিলে? কী তুমি পেলে?

বাধা তো এ প্রেমে থাকতে পারে

সে বাধা দেবে পাড়ি বারেবারে

বাধা তো এ প্রেমে থাকতে পারে

সে বাধা দেবে পাড়ি বারেবারে

প্রেমকে রাখো তুমি ধরে নিজেরই মনে

ভালোবাসা পেলে যা তুমি দিলে

যে গেছে দূরে, তারে যেও ভুলে

পথ চেয়ে ব্যথা সয়ে কী আর হবে

শুধু জীবন ক্ষয়ে

পৃথিবীকে কী দিলে? কী তুমি পেলে?

যে গেছে দূরে, তারে যেও ভুলে

পথ চেয়ে ব্যথা সয়ে কী আর হবে

শুধু জীবন ক্ষয়ে

পৃথিবীকে কী দিলে? কী তুমি পেলে?

المزيد من Helal

عرض الجميعlogo

قد يعجبك