huatong
huatong
avatar

BHALOBESE JODI SUKHA NAHI

Indranil Senhuatong
monicahoyoshuatong
الكلمات
التسجيلات
ভালোবেসে যদি সুখ নাহি

তবে কেন,

তবে কেন মিছে ভালোবাসা।

মন দিয়ে মন পেতে চাহি।

ওগো কেন,

ওগো কেন মিছে এ দুরাশা।

হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,

নয়নে সাজায়ে মায়া মরীচিকা,

শুধু ঘুরে মরি মরুভূমে।

ওগো কেন,

ওগো কেন মিছে এ পিপাসা।

আপনি যে আছে আপনার কাছে,

নিখিল জগতে কী অভাব আছে।

আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,

কোকিল কূজিত কুঞ্জ।

বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়,

এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায়

জীবন যৌবন গ্রাসে।

তবে কেন,

তবে কেন মিছে এ কুয়াশা।

المزيد من Indranil Sen

عرض الجميعlogo

قد يعجبك

BHALOBESE JODI SUKHA NAHI لـ Indranil Sen - الكلمات والمقاطع