logo

Amar Shopno Gulo

logo
الكلمات

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়

এ মনটা কেন বারেবারে ভেঙ্গে যায়

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়

এ মনটা কেন বারেবারে ভেঙ্গে যায়

আমার কবিতগুলো প্রতি দিন ছন্দ হারায়

তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়

আশার সমাধি ঘিরে

সেই পাখি আজো গান গায়

একাকী হেটে চলেছি আমি

হৃদয় মরুর আঙিনায়

এক সুখের বৃষ্টি এসেছিলো

ক্ষনে ক্ষনে তাই মনে হয়

কাব্য কবিতার ঘিরে

সত্যি মিথ্যার স্থান পায়

আমার আকাশের সব মেঘগুলো

দুখের বৃষ্টি হয়ে ঝরে যায়

বেদনার দুচোখ জুড়ে ক্লান্তি

সব কিছু অভিনয় মনে হয়

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়

এমনটা কেন বারেবারে ভেঙ্গে যায়

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়

এমনটা কেন বারেবারে ভেঙ্গে যায়

আমার কবিতগুলো প্রতিটি ছন্দ হারায়

তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়

আ...আ...আ...আ...আ...

Amar Shopno Gulo لـ Khan Asifur Rahman Agun - الكلمات والمقاطع