huatong
huatong
avatar

E Jibon Tomake Dilam

Kumar Sanu/Mitali Mukherjeehuatong
powerzen!huatong
الكلمات
التسجيلات
একটু অপেক্ষা করুন

এ জীবন তোমাকে দিলাম..বন্ধু,

তুমি শুধু ভালবাসা দিও বন্ধু..

তুমি শুধু ভালবাসা দিও।

সুখের চেয়েও সুখ,

তুমি যে আমার...

প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়..

তুমি শুধু ভালবাসা দিও বন্ধু,

তুমি শুধু ভালবাসা দিও..

এ জীবন তোমাকে দিলাম বন্ধু,

তুমি শুধু ভালবাসা দিও বন্ধু,

তুমি শুধু ভালবাসা দিও..

মর্ডান টপ সিঙ্গার গ্রুপের পক্ষ থেকে

একটু অপেক্ষা করুন

চোখ ভরে দেখেছি,অন্তরে রেখেছি,

আরো চাওয়া আরো পাওয়া,

রয়েছে বাকি।

একটু অপেক্ষা করুন

তোমাকেই চেয়েছি,তোমাকেই পেয়েছি,

মরণ হলেও যেন,তোমারি থাকি।

সুখের চেয়েও সুখ,তুমি যে আমার,

প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়,

তুমি শুধু ভালবাসা দিও বন্ধু,

তুমি শুধু ভালবাসা দিও

মর্ডান টপ সিঙ্গার গ্রুপের পক্ষ থেকে

একটু অপেক্ষা করুন

জান বলে জেনেছি,প্রাণ বলে মেনেছি,

মন বলে তুমি যে,তার চেয়ে দামী।

একটু অপেক্ষা করুন

তুমি ধরা দিয়েছ,কাছে টেনে নিয়েছ,

নতুন জীবন যেন,পেয়েছি আমি।

সুখের চেয়েও সুখ,তুমি যে আমার,

প্রিয় থেকে ও তুমি বেশি প্রিয়,

তুমি শুধু ভালবাসা দিও বন্ধু,

তুমি শুধু ভালবাসা দিও..

এ জীবন তোমাকে দিলাম বন্ধু,

তুমি শুধু ভালবাসা দিও বন্ধু,

তুমি শুধু ভালবাসা দিও..

(ধন্যবাদ)

المزيد من Kumar Sanu/Mitali Mukherjee

عرض الجميعlogo

قد يعجبك