huatong
huatong
avatar

Jadi Tare Nai Go Chini

Mita Chatterjeehuatong
mosesgen2525huatong
الكلمات
التسجيلات
যদি তারে নাই চিনি গো

সে কি...

সে কি আমায় নেবে চিনে

এই নব ফাল্গুনের দিনে

জানি নে, জানি নে

যদি তারে নাই চিনি গো

সে কি...

সে কি আমার কুঁড়ির কানে

কবে...

সে কি আমার কুড়ির কানে

কবে কথা গানে গানে

পরান তাহার নিবে কিনে

এই নব ফাল্গুনের দিনে

জানি নে, জানি নে

যদি তারে নাই চিনি গো

সে কি...

সে কি আপন রঙে ফুল রাঙাবে

সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে

আপন রঙে ফুল রাঙাবে

সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে

ঘোমটা আমার নতুন পাতার

হঠাৎ...

ঘোমটা আমার নতুন পাতার

হঠাৎ দোলা পাবে কি তার

গোপন কথা নেবে জেনে

এই নব ফাল্গুনের দিনে

জানি নে, জানি নে

যদি তারে নাই চিনি গো

সে কি...

সে কি আমায় নেবে চিনে

এই নব ফাল্গুনের দিনে

জানি নে, জানি নে

যদি তারে নাই চিনি গো

সে কি...

المزيد من Mita Chatterjee

عرض الجميعlogo

قد يعجبك