logo

Boshondharar Buke

logo
avatar
Paban Das Baullogo
🚸ノ'ᄊ🚸𝕊𝗔Ꭻ𝗜Ᏼ⚔🅺︎Ⓜ️🅵︎⚔🇧🇩logo
الغناء في التطبيق
الكلمات
বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে...

১৩৮৫ সালে দামোদরের বাঁধ ভেঙে পড়ে

১৩৮৫ সালে দামোদরের বাঁধ ভেঙে পড়ে

বালক ছেলে কোলে করে...

বালক ছেলে কোলে করে ইস্কুলে পালাই

বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে...

স্রোতি ঘাটায় দেখলাম বিরাট এক সাঁকু

লুহার খুঁটি-খাম্বা, তলে আছে ফাটুল

স্রোতি ঘাটায় দেখলাম বিরাট এক সাঁকু

লুহার খুঁটি-খাম্বা, তলে আছে ফাটুল

কত গরুর গাড়ি, কত ঘুরোঘুরি

কত গরুর গাড়ি, কত ঘুরোঘুরি

নদ-নদী গেলো ভেসে

বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে...

বান উঠলো ভাই ঘরে ঘরে

দেওয়াল চাপা মানুষ মরে

বান উঠলো ভাই ঘরে ঘরে

দেওয়াল চাপা মানুষ মরে

বালক ছেলে কোলে করে...

বালক ছেলে কোলে করে ইস্কুলে পালাই

বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে

বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম

দুমকা, পাটনা আর মুর্শিদাবাদ-বীরভূম

বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম

দুমকা, পাটনা আর মুর্শিদাবাদ-বীরভূম

১৬ ক্রোশ জুড়ে লুহার খুঁটি মেরে

১৬ ক্রোশ জুড়ে লুহার খুঁটি মেরে

জলকে রেখেছে ঘেরে

বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

বসুন্ধরার বুকে...

বসুন্ধরার বুকে...

বসুন্ধরার বুকে...

বসুন্ধরার বুকে...

Boshondharar Buke لـ Paban Das Baul - الكلمات والمقاطع