huatong
huatong
avatar

curi korecho amar monta

Pantho Kanaihuatong
dundudunduhuatong
الكلمات
التسجيلات
চুরি করেছো আমার মনটা...

হায়রে হায় মিস লঙ্কা।

চুরি করেছো আমার মনটা...

হায়রে হায় মিস লঙ্কা

ঝড়ো হাওয়া যেন যৌবনটা...

হায়রে হায় মিস লঙ্কা

চুরি করেছো আমার মনটা...

হায়রে মিস লঙ্কা

sokal

মনের খবর হায় ছিলোনা জানা...

তোমার বাড়ি তাই ছিলোনা চেনা

মনের খবর হায় ছিলোনা জানা

লগ্ন এলো এতদিন পড়ে

আখি মেলে চেয়ে দেখো না।

মনের খবর হায় ছিলোনা জানা...

তোমার বাড়ি তাই ছিলোনা চেনা

মনের খবর হায় ছিলোনা জানা

লগ্ন এলো এতদিন পড়ে

আখি মেলে চেয়ে দেখো না।

অন্তরে আজ বাজে ডঙ্কা...

হায়রে হায় মিস লঙ্কা।

চুরি করেছো আমার মনটা...

হায়রে হায় মিস লঙ্কা।

sokal

লাজুক বদন কেন কাঁপছে

ও কে জানে মন কি ভাবছে।

চোখে চোখে কিছু বলো না

মনের সাগরে ঢল নামছে।

ও লাজুক বদন কেন কাঁপছে

কে জানে মন কি ভাবছে।

চোখে চোখে কিছু বলো না

মনের সাগরে ঢল নামছে।

মসুম এলে যেন আচমকা

হায়রে হায় মিস লঙ্কা।

sokal

المزيد من Pantho Kanai

عرض الجميعlogo

قد يعجبك