huatong
huatong
avatar

Sobai Bole Boyosh Bare

Pantho Kanaihuatong
🌴🌴shydurrahman🌴🌴huatong
الكلمات
التسجيلات
সবাই বলে----

সবাই বলে বয়স বাড়ে

আমি বলি কমে রে,

আমি বলি কমে...

সবাই বলে বয়স বাড়ে

আমি বলি কমে রে,

আমি বলি কমে...

এই মাটির ঘরটা খাইলো ঘুনে......

এই মাটির ঘরটা খাইলো ঘুনে...

প্রতি দমে দমে রে...

সবাই বলে বয়স বাড়ে

আমি বলি কমে রে

আমি বলি কমে...

Arranged by Shydur Rahman

মত্ত নিয়া মজে রইলাম

সত্য চিনলাম না

লোহা দিয়া নাও গড়িলাম

মানিক চিনলাম না

আমি তার কাছে কি বলব গিয়া

কিবা গেলাম সঙ্গে লইয়া রে...

মনও রে... ওহ ও মন রে...

শুধু ঘুরলাম, ফিরলাম, খাইলাম দাইলাম

একি মতি ভ্রমে রে...

সবাই বলে বয়স বাড়ে

আমি বলি কমে রে,

আমি বলি কমে...

Arranged by Shydur Rahman

তবিলদারি কইরা নিজেই

হইলাম মহাজন

নিক্তি দিয়া অন্তর টারে----

করলাম না ওজন

আমি বাত্তি ছাড়া ওই কবরে

কেমনে যামু হিসাব করে রে...

মনও রে... ওহ ও মন রে...

শুধু ঘাটতি হইয়া পাপের বোঝা

রইব শুধু জমে রে...

সবাই বলে বয়স বাড়ে,

আমি বলি কমে রে

আমি বলে কমে...

সবাই বলে বয়স বাড়ে,

আমি বলি কমে রে

আমি বলি কমে...

সবাই বলে বয়স বাড়ে,

আমি বলি কমে রে

আমি বলি কমে...

এই মাটির ঘরটা খাইলো ঘুনে...

এই মাটির ঘরটা খাইলো ঘুনে...

প্রতি দমে দমে রে...

আমি বলি কমে

Arranged by Shydur Rahman

المزيد من Pantho Kanai

عرض الجميعlogo

قد يعجبك