কন্ঠ শিল্পী এন্ডু কিশোর
সাত আসমানে বইসা তুমি
দেখতে আছো রং তামাসা
দুনিয়ার বাদশা তুমি.দুনিয়ার বাদশা
দুনিয়ার বাদশা তুমি.দুনিয়ার বাদশা
সাত আসমানে বইসা তুমি
দেখতে আছো রং তামাসা
দুনিয়ার বাদশা তুমি.দুনিয়ার বাদশা
দুনিয়ার বাদশা তুমি. দুনিয়ার বাদশা।
তোমার দুয়িনাতে এখন.
পাপের খেলা চলছে হরদম
মানুষ নামের মানুষেরা
হইয়া গেছে মানুষের জম।
আরস তোমার কাঁইপা উঠে.
তবু তুমি নীর ভিকার ।
এ কেমন বিচার তোমার
এ কেমন বিচার..
ওওওও... ওওওও...
সাত আসমানে বইসা তুমি
দেখতে আছো রং তামাসা
দুনিয়ার বাদশা তুমি. দুয়ার বাদশা
দুনিয়ার বাদশা তুমি. দুনিয়ার বাদশা
সাজ্জাদের ই গড়া বেহেশ .
ভেঙ্গে তুমি করলে খানখান,
এখন কেনো কোনো পাপের
করনো আর প্রতি বিধান।
ইমানের এই পরীক্ষাতে
সইবো কত অত্যাচার
এ কেমন বিচার তোমার
এ কেমন বিচার.....
+1ওওওও.. হো হো ওওও.+1
সাত আসমানে বইসা তুমি
দেখতে আছো রং তামাসা
দুনিয়ার বাদশা তুমি.দুনিয়ার বাদশা
দুনিয়ার বাদশা তুমি.দুনিয়ার বাদশা
সাত আসমানে বইসা তুমি
দেখতে আছো রং তামাসা
দুনিয়ার বাদশা তুমি.দুনিয়ার বাদশা
দুনিয়ার বাদশা তুমি.দুনিয়ার বাদশা
+1 ওওও..হো হো ওওওও 1+