huatong
huatong
avatar

কত দিন পরে তুমি বললে

Rahul AMBhuatong
muneerhuatong
الكلمات
التسجيلات

UPLODE BY RAHUL

মেয়ে-:কতদিন পরে তুমি বললে

আমায় ভালবাসো

কতদিন পরে তুমি বললে

আমার কাছে আসো

আমি আর কিছু চাই না

আমি আর কিছু চাই না

ভালবাসো নাই বা বাসো

কাছে আসো নাই বা আসো

কতদিন পরে তুমি বললে

আমায় ভালবাসো

কতদিন পরে তুমি বললে

আমার কাছে আসো

মেয়ে-:দুটি হাত ধরে তুমি শপথ করো।

আমার'ই তুমি শুধু আমার'ই

ছেলে-:জীবনের শুরু থেকে শেষ যেখানে

তোমার'ই শুধু আমি তোমার'ই

মেয়ে-: দুটি হাত ধরে তুমি শপথ করো।

আমার'ই তুমি শুধু আমার'ই

ছেলে-:জীবনের শুরু থেকে শেষ যেখানে

তোমার'ই শুধু আমি তোমার'ই

মেয়ে -:মন আমার..প্রেমের নদী

তুমি প্রেমের...নায়ে ভাসো

ছেলে-:কতদিন পরে তুমি বললে

আমায় ভালবাসো

মেয়ে-:কত দিন পরে তুমি বললে

আমার কাছে আসো

মেয়ে-:প্রতিদিন দেখা করো কথা বলো

মনে চায় বুকে টেনে নিও গো

ছেলে-:হৃদয়ের কথা গুলো হৃদয় দিয়ে

নিরবে তুমি জেনে নিও গো

মেয়ে-:প্রতিদিন দেখা করো কথা বলো

মন চায় বুকে টেনে নিও গো

ছেলে-:হৃদয়ের কথা গুলো হৃদয় দিয়ে

নিরবে তুমি জেনে নিও গো

মেয়ে-:মন আমার..প্রেমের নদী

তুমি প্রেমের নায়ে ভাসো

ছেলে-:কতদিন পরে তুমি বললে

আমায় ভালবাসো

মেয়ে-:কতদিন পরে তুমি বললে

আমার কাছে আসো

ছেলে-:আমি আর কিছু চাই না

মেয়ে-:আমি আর কিছু চাই না

ভালবাসো নাই বা বাসো

কাছে আসো নাই বা বাসো

ছেলে-"কতদিন পরে তুমি বললে

আমায় ভালবাসো

মেয়ে-:কতদিন পরে তুমি বললে

আমার কাছে আসো

المزيد من Rahul AMB

عرض الجميعlogo

قد يعجبك