গড়েছি আমি ভালবাসার তাজমহল
মূল শিল্পী=এস এম শরৎ
<=======Music======>
আপলোড=সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব(ফ্যামিলি)
অরিজিনাল মিউজিক পেতে (ফলো করুন)
<==ID=62003515085==>
<======Reddy======>
গড়েছি আমি, ভালবাসার তাজমহল
গড়েছি আমি, ভালবাসার তাজমহল
তুমি ভুল করে, ভেঙে দিও না
ভুল করে, ভেঙে দিও না
গড়েছি আমি, ভালবাসার তাজমহল
গড়েছি আমি, ভালবাসার তাজমহল
<=======Music======>
আপলোড=সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব(ফ্যামিলি)
অরিজিনাল মিউজিক পেতে (ফলো করুন)
<==ID=62003515085==>
<======Reddy======>
আকাশের সব নিল এনেছি আমি
তোমার চোখে রাখবো বলে
বাতাসের সব সুর সেধেছি আমি
তোমার গীতিকার লিখব বলে
তুমি মিথ্যে হয়ে, আমার আশায়
মিথ্যে হয়ে, আমার আশায়
ধুলো দিও না
গড়েছি আমি, ভালবাসার তাজমহল
গড়েছি আমি, ভালবাসার তাজমহল
<=======Music======>
আপলোড=সুলতান মাহমুদ
গাজীপুর মিউজিক ক্লাব(ফ্যামিলি)
অরিজিনাল মিউজিক পেতে (ফলো করুন)
<==ID=62003515085==>
<======Reddy======>
পাহাড়ের কাছে গিয়ে চাইতে যে নেই
তোমার হৃদয়ের ফুল চেয়েছি
সাগরের কাছে গিয়ে হৃদয় চিনে
হৃদয়ের ফুল দিয়ে মালা গেঁথেছি
তুমি দুঃখ হয়ে, আমার এ সুখ
দুঃখ হয়ে, আমার এ সুখ
কেড়ে নিও না
গড়েছি আমি, ভালবাসার তাজমহল
গড়েছি আমি, ভালবাসার তাজমহল
তুমি ভুল করে, ভেঙে দিও না
ভুল করে, ভেঙে দিও না
গড়েছি আমি, ভালবাসার তাজমহল
গড়েছি আমি, ভালবাসার তাজমহল
<======ধন্যবাদ======>