huatong
huatong
avatar

Shopno

Shafiq Tuhinhuatong
portia4535huatong
الكلمات
التسجيلات
চলো আকাশ নীলে স্বপ্ন সাজাই

রোদের আলোতে বাঁধি ঘর

চলো আকাশ নীলে স্বপ্ন সাজাই

রোদের আলোতে বাঁধি ঘর

চলো বৃষ্টির জলে কান্না লুকাই

বৃষ্টিতে আদুরে আদর

চলো বৃষ্টির জলে কান্না লুকাই

বৃষ্টিতে আদুরে আদর

চলো আকাশ নীলে

চলো পাতার বাঁশিতে সুর তুলি

গাই পাখির সাথে প্রিয় গান

চলো পাতার বাঁশিতে সুর তুলি

গাই পাখির সাথে প্রিয় গান

চলো সাগর জলে মনটা ভাসাই

হই দু'জনে এক প্রাণ

চলো বৃষ্টির জলে কান্না লুকাই

বৃষ্টিতে আদুরে আদর

চলো আকাশ নীলে

চলো পথের বুনোফুল হই

চলো একসাথে সুবাস ছড়াই

চলো পথের বুনোফুল হই

চলো একসাথে সুবাস ছড়াই

চলো নিবিড় নিশীথে মায়াতে জড়াই

দু'জন দু'জনে হারাই

চলো বৃষ্টির জলে কান্না লুকাই

বৃষ্টিতে আদুরে আদর

চলো বৃষ্টির জলে কান্না লুকাই

বৃষ্টিতে আদুরে আদর

চলো আকাশ নীলে স্বপ্ন সাজাই

রোদের আলোতে বাঁধি ঘর

চলো আকাশ নীলে

المزيد من Shafiq Tuhin

عرض الجميعlogo

قد يعجبك