huatong
huatong
shahnaz-rahmatullah-shudhu-ekbar-bole-cover-image

Shudhu Ekbar Bole

Shahnaz Rahmatullahhuatong
sirjonjonhuatong
الكلمات
التسجيلات
ছেলেঃশুধু একবার….বলে যাও…..

শুধু একবার,বলে যাও..

আমি যে তোমার, কতো প্রিয়

শুধু একবার,বলে যাও..

আমি যে তোমার, কতো প্রিয়

এই ভীরু মন,দোলে কোন্,

এই ভীরু মন,দোলে কোন্,

না বলা কথায় জেনে নিও

আমি যে তোমার, কতো প্রিয়..

মেয়েঃহাত বাড়িয়ে , আছি বসে..

ছেলেঃআসবে কখন...আমার পাশে

মেয়েঃহাত বাড়িয়ে..,আছি বসে..

ছেলেঃ আসবে কখন..আমার পাশে।

মেয়েঃ এতো আয়োজন,পূর্ণ করে।

এতো আয়োজন,পূর্ণ করে।

উভয়ঃরঙে রঙে,ভরে দিও..

আমি যে তোমার কতো প্রিয়।

শুধু একবার,বলে যাও..

আমি যে তোমার, কতো প্রিয়।

মেয়েঃস্বপনে জড়ালে.. যেনো,ভালোবেসে..

ছেলেঃমুগ্ধ..করেছো আমায়~ কাছে এসে

==============

মেয়েঃমন তোমারে পেলো খুঁজে,

M=লগ্ন মধুর..এলো বুঝি..

মেয়েঃ মন তোমারে, পেলো খুঁজে..

ছেলেঃলগ্ন মধুর..এলো বুঝি..

মেয়েঃসারাটি জীবন,ধন্য করে।

সারাটি জীবন,ধন্য করে।

উভয়ঃসুরে সুরে ডেকে নিও..

তুমি যে আমার কতো প্রিয়।

শুধু একবার, বলে যাও,

তুমি যে আমার কতো প্রিয়।

এই ভীরু মন,দোলে কোন্,

এই ভীরু মন,দোলে কোন্,

না বলা কথায়,জেনে নিও।

তুমি যে আমার কতো প্রিয়,

তুমি যে আমার কতো প্রিয়।

তুমি যে আমার কতো প্রিয়।

المزيد من Shahnaz Rahmatullah

عرض الجميعlogo

قد يعجبك