huatong
huatong
avatar

Ichchey Manush (ইচ্ছে মানুষ) By Md Nayeem

Shawon Gaanwalahuatong
♥️ᑎনঈমᗰ🎶🇧🇩huatong
الكلمات
التسجيلات
Ichchey Manush (ইচ্ছে মানুষ)

by Shawon Gaanwala

MD Nayeem's Track

-----

কি যেন হয়ে গেলো আমার অন্তরে

বাড়ছো তিলে তিলে মনের অগোচরে

এভাবে দিন যায় কত, কত দিন আসে

মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে।

কি যেন হয়ে গেলো আমার অন্তরে

বাড়ছো তিলে তিলে মনের অগোচরে

এভাবে দিন যায় কত, কত দিন আসে

মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে।

ভীষণ খরাতেও আমি ভিজে যাই

অধিকারের বৃষ্টিতে

আমার বেঁচে থাকার প্রার্থনাতে

বৃদ্ধ হতে চাই তোমার সাথে।

অনেক খুঁজে তোমায় নিলাম চিনে

ভালোবাসার এই দিনে…

আমার বেঁচে থাকার প্রার্থনাতে

বৃদ্ধ হতে চাই তোমার সাথে।

অনেক খুঁজে তোমায় নিলাম চিনে

ভালোবাসার এই দিনে…

-----

আমার পরাণ যাহা চায়, তুমি তাই

এ গান শুধু তোমার জন্য গাওয়া যায়,

ভালোবেসে আলগোছে আঙ্গুলের ছোঁয়ায়।

লিখে দিলাম আমার নিজেকে পুরোটাই!

ভালো থাকার মানে আমি খুঁজে পাই

স্নেহমাখা ঐ দৃষ্টিতে,

আমার বেঁচে থাকার প্রার্থনাতে

বৃদ্ধ হতে চাই তোমার সাথে।

অনেক খুঁজে তোমায় নিলাম চিনে

ভালোবাসার এই দিনে…

আমার বেঁচে থাকার প্রার্থনাতে

বৃদ্ধ হতে চাই তোমার সাথে।

অনেক খুঁজে তোমায় নিলাম চিনে

ভালোবাসার…

------

ভীষণ খরাতেও আমি ভিজে যাই

অধিকারের বৃষ্টিতে

আমার বেঁচে থাকার প্রার্থনাতে

বৃদ্ধ হতে চাই তোমার সাথে।

অনেক খুঁজে তোমায় নিলাম চিনে

ভালোবাসার এই দিনে…

আমার বেঁচে থাকার প্রার্থনাতে

বৃদ্ধ হতে চাই তোমার সাথে।

অনেক খুঁজে তোমায় নিলাম চিনে

ভালোবাসার এই দিনে…

End

المزيد من Shawon Gaanwala

عرض الجميعlogo

قد يعجبك