huatong
huatong
shawon-gaanwala-tomay-peye-cover-image

Tomay Peye তোমায় পেয়ে

Shawon Gaanwalahuatong
softgardeniahuatong
الكلمات
التسجيلات
তুমি মেঘ পাড়ায় লুকিয়ে থাকা

শান্ত বিকেলের রোদ চিলে

তুমি বৃষ্টি রাতে শীতল হাওয়ায়

কাথা জড়ানো সপ্ন চিলে

তুমি চিলে আমার যতনে রাখার

মায়াবী অনুভব

তোমায় পেয়ে পূর্ণ হলো

এলোমেলো সব কবিতা

ভাবনারা সব তোমায় নিয়ে

আদরে আছে সেই স্মৃতিটা।

তোমায় পেয়ে পূর্ণ হলো

এলোমেলো সব কবিতা

ভাবনারা সব তোমায় নিয়ে

আদরে আছে সেই স্মৃতিটা।

হয়তো কোনো... ভোর আলো হবে

তোমার ঘরে আলো ছড়াবে

তবুও তুমি আধারের আলো হয়ে

রবে আমার .. সবটা জুড়ে...

বলো কেনো লুকিয়ে তুমি

মিথ্যে মায়ায় জড়িয়ে

কেন আড়ালে সপ্ন আমার

হারিয়ে আজ মেঘ সুদূরে।

বলো কেনো লুকিয়ে তুমি

মিথ্যে মায়ায় জড়িয়ে

কেন আড়ালে সপ্ন আমার

হারিয়ে আজ মেঘ সুদূরে।

কোন সপ্নে আজ তুমি হাটো

কোন রঙ্গে জীবন আকো

একবার ফিরে দেখো আমায়

দাড়িয়ে আছি আজও

তোমার অপেক্ষায়... !

বলো কেনো লুকিয়ে তুমি

মিথ্যে মায়ায় জড়িয়ে

কেন আড়ালে সপ্ন আমার

হারিয়ে আজ মেঘ সুদূরে।

বলো কেনো লুকিয়ে তুমি

মিথ্যে মায়ায় জড়িয়ে

কেন আড়ালে সপ্ন আমার

হারিয়ে আজ মেঘ সুদূরে।

المزيد من Shawon Gaanwala

عرض الجميعlogo

قد يعجبك