huatong
huatong
الكلمات
التسجيلات
ও নদীর কূল নাই, কিনার নাই রে

আমি কোন কূল হতে কোন কূলে যাবো?

কাহারে শুধাই রে?

আমি কোন কূল হতে কোন কূলে যাবো?

কাহারে শুধাই রে?

নদীর কূল নাই, কিনার নাই রে

নদীর কূল নাই, কিনার নাই রে

আমি কোন কূল হতে কোন কূলে যাবো?

কাহারে শুধাই রে?

আমি কোন কূল হতে কোন কূলে যাবো?

কাহারে শুধাই রে?

নদীর কূল নাই, কিনার নাই রে

ওপাড়ে মেঘের ঘটা, কনক বিজলি ছটা

মাঝে নদী বহে সাঁই সাঁই রে

ওপাড়ে মেঘের ঘটা, কনক বিজলি ছটা

মাঝে নদী বহে সাঁই সাঁই রে

আমি এই দেখিলাম সোনার ছবি

আবার দেখি নাই রে

আমি এই দেখিলাম সোনার ছবি

আবার দেখি নাই রে

নদীর কূল নাই, কিনার নাই রে

বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি

ভাঙা এ তরণী তবু বাই রে

বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি

ভাঙা এ তরণী তবু বাই রে

বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি

ভাঙা এ তরণী তবু বাই রে

বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি

ভাঙা এ তরণী তবু বাই রে

আমার অকূলের কূল দয়াল আল্লাহর

যদি দেখা পাই রে

আমার অকূলের কূল দয়াল আল্লাহর

যদি দেখা পাই রে

নদীর কূল নাই, কিনার নাই রে

আমি কোন কূল হতে কোন কূলে যাবো?

কাহারে শুধাই রে?

আমি কোন কূল হতে কোন কূলে যাবো?

কাহারে শুধাই রে?

নদীর কূল নাই, কিনার নাই রে

المزيد من Shayan Chowdhury Arnob/Ripon/Idris

عرض الجميعlogo

قد يعجبك