logo

Mon Tore Parlam Na

logo
الكلمات
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর, ও মনরে

ঘুণে করলো জড়ো ও জড়, হায় মনরে

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর ও মনরে

ঘুণে করলো জড়ো ও জড়

আমি কি করে বাস করিব এই ঘরে রে হায়রে

তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে

তুই সে আমার মন

তিন তক্তার এই নৌকা খানি ও মনরে

গাঙে গাঙে চুয়ায় পানি হায় মনরে

তিন তক্তার এই নৌকা খানি ও মনরে

গাঙে গাঙে চুয়ায় পানি

আমি কি করে সেঁচিবো নৌকার পানিরে হায়রে

তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে

তুই সে আমার মন

নিশি রাইতে ভবের মাঝারে ও মনরে

স্বপ্ন দেইখা রইলি ভুলে হায় মনরে

নিশি রাইতে ভবের মাঝারে ও মনরে

স্বপ্ন দেইখা রাইলি ভুলে

আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে

ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে

হায়রে তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে

তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে

তুই সে আমার মন

তুই সে আমার মন

তুই সে আমার মন

Mon Tore Parlam Na لـ Shayan Chowdhury Arnob - الكلمات والمقاطع