huatong
huatong
avatar

ᴴᴰ তুমি এসেছিলে পরশু

Singer: Andrew Kishorehuatong
conwycastlehuatong
الكلمات
التسجيلات
তুমি এসেছিলে পরশু....

তুমি এসেছিলে পরশু, কাল কেন আসো নি

তুমি এসেছিলে পরশু, কাল কেন আসো নি

তুমি কি আমায় বন্ধু, কাল ভালবাসোনি

তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি

প্লিজ! কেউ কপি করবেন না

নদী যদি হয় রে ভরাট, কানায় কানায়

হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়

নদী যদি হয় রে ভরাট, কানায় কানায়

হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়

তুমি কি আমায় বন্ধু, কাল মনে রাখো নি

কাল কেন আসো নি, কাল ভালবাসনি...

তুমি এসেছিলে পরশু, কাল কেন আসো নি

........Follow Me........

আকাশে ছিলনা বলে হায়, চাঁদের পালকি

তুমি হেটে হেটে সন্ধ্যায়, আসোনি কাল কি

আকাশে ছিলনা বলে হায়, চাঁদের পালকি

তুমি হেটে হেটে সন্ধ্যায়, আসোনি কাল কি

তুমি কি আমায় বন্ধু, কাল অভিলাসো নি

কাল কেন আসো নি.., কাল ভালবাস নি

তুমি এসেছিলে পরশু, কাল কেন আসো নি

........Follow Me........

বনে বনে পাখি ডেকে যায়, আবোল তাবোল

থেকে থেকে হাওয়া ডেকে যায়, দিয়ে যায় দোল

বনে বনে পাখি ডেকে যায়, আবোল তাবোল

থেকে থেকে হাওয়া ডেকে যায়, দিয়ে যায় দোল

তুমি কি আমায় বন্ধু, একবার ডাকোনি

কাল কেন আসোনি..,কাল ভালবাসোনি

আসোনি

কাল ভালবাসোনি

আসোনি

কাল ভালবাসোনি

সমাপ্ত

المزيد من Singer: Andrew Kishore

عرض الجميعlogo

قد يعجبك