WELCOME TO
BD MK DIGITAL SONG GORUP
MAHI KHAN
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কতনা যতনে
তোমার বুকের মধ্যখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকেও রেখো
আর কোথাও যাবোনা জীবনে
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে
FOLLOW ME
MAHI KHAN
BD MK
DIGITAL SONG
তোমায় নিয়ে নাউ ভাসিয়ে যাবো তেপান্তর
তোমায় নিয়ে নাউ ভাসিয়ে যাবো তেপান্তর
ভালবাসার ঘর বানিয়ে, হবো দেশান্তর
তোমায় কত ভালবাসি বুঝাবো বুঝাবো কেমনে
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কতনা যতনে
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে
FOLLOW ME
MAHI KHAN
BD MK
DIGITAL SONG
সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী, তুমি আশার আলো নয়নে
আমার বুকের মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কতনা যতনে
তোমার বুকের মধ্যখানে
মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকেও রেখো আর কোথাও যাবনা জীবনে
BD MK DIGITAL SONG
ধন্যবাদ সবাইকে