এতো বেশি অভিমান করো না
চয়েজ=?
Sharowar ? ঝংকার?
একটু অপেক্ষা করুন
এতো বেশি অভিমান করো না
এতো বেশি অভি মান করো না
এভাবে দূরে, দূরে থেকো না
বিশ্বাস করো আর, নাইবা করো,,
তোমাকে ছাড়া আমি বাঁচ বো না,,
এতো বেশি অভিমান করোনা
এতো বেশি অভি মান করোনা
===========
একটু অপেক্ষা করুন
ফিরিয়ে দিয়েছো তবু,
বারে~বারে কাছে ছুটে আসি
অবুঝের মত আমি
তোমাকেই শুধু ভালো বাসি
ফিরিয়ে দিয়েছো তবু
বারে~বারে কাছে ছুটে আসি
অবুঝের মত আমি
তোমাকে শুধু ভালোবাসি
ভুল করে কখনো ভুলে যেও না,,
ভুল ভেবে কখনো কাটানিও না,,
এতো বেশি অভিমান করো,না
এতো বেশি অভি মান করো,না
===========
একটু অপেক্ষা করুন
তোমাকে হারালে মন
হয়ে,, যাবে সেতো ধুধু বালুচর
প্রাণহীন বেঁচে থাকা চাই না গো আমি
যদি হও পর
তোমাকে হারালে মন
হয়ে,,যাবে সেতো ধুধু বালুচর
প্রাণহীন বেঁচে থাকা চাই না গো আমি
যদি হও পর
মন দিয়ে কখনো মননিও না,,
ব্যথা দিয়ে আমাকে প্রানে মেরো না,,
এতো বেশি অভিমান করো না
এতো বেশি অভি মান করো না
এভাবে দূরে~দূরে থেকো না
বিশ্বাস কর আর নাইবা করো
তোমাকে ছাড়া আমি বাঁচ বো না
এতো বেশি অভিমান করো না
এতো বেশি অভি মান করো না
==============