জীবন কাহিনীর অধ্যায়
প্রতিটি জীবনের গল্পে
কেউ না কেউ নিখোঁজ
,,,,,,,,,,,//\\,,,,,,,,,,,
+++++++++++
কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে
কতো আর সয়রে জ্বালা এই পরানে
কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে
কতো আর সয়রে জ্বালা এই পরানে
প্রেমেরই এমন জালা, বলতে গিয়ে যায়না বলা
প্রেমেরই এমন জালা, বলতে গিয়ে যায়না বলা
আপন মানুষ পর হইয়া যায় স্বার্থের কারণে,,
কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে
কতো আর সয়রে জ্বালা এই পরানে
,,,,,,,,,,,,,,,
SM Jibon Hassan
//////////
তোরে পাওয়ার জন্য হায়রে ঘর ছাড়িলাম আমি,,
আমার কাছে তুই যে ছিলি সবার চেয়ে দামি
তোরে পাওয়ার জন্য হায়রে ঘর ছাড়িলাম আমি,,
আমার কাছে তুই যে ছিলি সবার চেয়ে দামি
কতো ভালোবাসি তোরে, জানে ওই খোদা জানে
আপন মানুষ পর হইয়া যায় স্বার্থের কারণে,
কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে
কতো আর সয়রে জ্বালা এই পরানে
,,,,,,,,,,,,,,,
SM Jibon Hassan
//////////
আমার বলতে নাইরে কিছুই সবই আমার তুই,,
তবু কেন পাইরে আমি বুকে ব্যথার সুই
আমার বলতে নাইরে কিছু সবই আমার তুই,,
তবু কেন পাইরে আমি বুকে ব্যথার সুই
মরোন হোক তোর মরনে, থাকতে চাই একই সনে
আপন মানুষ পর হইয়া যায় স্বার্থের কারণে,,
কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে
কতো আর পাবো ব্যেথা এই পরানে,
কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে
কতো আর সয়রে জ্বালা এই পরানে
কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে
কতো আর সয়রে জ্বালা এই পরানে
প্রেমেরই এমন জালা, বলতে গিয়ে যায়না বলা
প্রেমেরই এমন জালা, বলতে গিয়ে যায়না বলা
আপন মানুষ পর হইয়া যায় স্বার্থের কারণে,,
কলিজার পাখি রে মিল্লো দুই আঁখিরে
কতো আর সয়রে জ্বালা এই পরানে,