পুরনো স্মৃতি গুলো বার বার মনে পরে
কিছুতেই ঘুম চোখে আসেনা
এখনও তোমাকে ভালোবাসি আমি
কিছুতেই ভুলতে পারি না
তুমি তো জানলে না
তুমি তো বুজলে না
এ বুকে জমে আছে কতো যে বেদনা
এ বুকে জমে আছে কতো যে বেদনা
আকাশের বুকে যেমন মেঘ করে খেলা
না দেখিলে বুজবে না কেউ
আমার মনের জ্বালা
আকাশের বুকে যেমন মেঘ করে খেলা
না দেখিলে বুজবে না কেউ
আমার মনের জ্বালা
একবার দেখে যাও...
একবার সুনে যাও...
হয় তো আর বেশি দিন আমি বাচবো না
হয় তো আর বেশি দিন আমি বাচবো না
আমার গলায় পড়াইয়া প্রেমেরী মালা
অবশেষে নিঠুর বন্ধু বুকে দিলো জ্বালা
আমার গলায় পড়াইয়া প্রেমেরী মালা
অবশেষে নিঠুর বন্ধু বুকে দিলো জ্বালা
কইতেও পারিনা
সইতেও পারিনা
রাত জেগে জেগে করি তোমারী ভাবনা
রাত জেগে জেগে করি তোমারী ভাবনা
পুরনো স্মৃতি গুলো বার বার মনে পরে
কিছুতেই ঘুম চোখে আসেনা
এখনও তোমাকে ভালোবাসি আমি
কিছুতেই ভুলতে পারি না
তুমি তো জানলে না
তুমি তো বুজলে না
এ বুকে জমে আছে কতো যে বেদনা
এ বুকে জমে আছে কতো যে বেদনা