===========
SM Jibon Hassan
======
আমার পোষা পাখি উড়াল দিসে রে,,,
আমার পিঞ্জরাটা খালি কইরা রে
আমার পোষা পাখি উড়াল দিসে রে,,,
আমার পিঞ্জরাটা খালি কইরা রে
,
SM Jibon Hassan
============
খুব যতনে যারে আমি রাখছি মনের ঘরে
সেই পাখিটাই চলে গেলো আমাকে ছেড়ে
খুব যতনে যারে আমি রাখছি মনের ঘরে
সেই পাখিটাই চলে গেলো আমাকে ছেড়ে
একবারও সে ভাবলো নারে আমাকে নিয়ে
তারে ছাড়া এই পাগল টা বাচবে কি করে
আমার পোষা পাখি উড়াল দিসে রে
আমার পিঞ্জরাটা খালি কইরা রে
আমার পোষা পাখি উড়াল দিসে রে
আমার পিঞ্জরাটা খালি কইরা রে
,
SM Jibon Hassan
============
ভালোবাসার নামে পাখি করলি বেইমানী
তোর কথা মনে হইলে চোখে ঝরে রে পানি
ভালোবাসার নামে পাখি করলি বেইমানী
তোর কথা মনে হইলে চোখে ঝরে রে পানি
সবকিছু তুই নিলি কেরে নাইরে কিছুই বাকি
মরার মতোই বেচে আছি নাইরে জান আর বাকি
আমার পোষা পাখি উড়াল দিসে রে
আমার পিঞ্জরাটা খালি কইরা রে
আমার পোষা পাখি উড়াল দিসে রে
আমার পিঞ্জরাটা খালি কইরা রে
আমার পিঞ্জরাটা খালি কইরা রে
হো আমার পিঞ্জরাটা খালি কইরা রে