সাগরে আর কত জল
মেঘেতেই বা কত জল
সাগরে আর কত জল
মেঘেতেই বা কত জল
তার চেয়ে বেশি জল রয়েছে
আমার দুটি চোখে...
ও আমার মন মানসী
হারানোর শোকে
আমার মন মানসী,
হারানোর...শোকে
সাগরে আর কত জল
মেঘেতেই বা কত জল
সাগরে আর কত জল...
না বুঝিয়া মন রাঙাইলাম
প্রেমেরই ফাগুনে...
অন্তর পুড়ে খাক হইলো তাই
বিরহ আগুনে রে..বিরহ আগুনে
না বুঝিয়া মন রাঙাইলাম
প্রেমেরই ফাগুনে...
অন্তর পুড়ে খাক হইলো তাই
বিরহ আগুনে রে..বিরহ আগুনে
পাগল বলে আঙ্গুল তুলে
দেখায় আমায় লোকে...
ও আমার মন মানসী
হারানোর শোকে
আমার মন মানসী,
হারানোর...শোকে
সাগরে আর কত জল
মেঘেতেই বা কত জল
সাগরে আর,কত জল...
ভুল বুঝিয়া কোন সুদূরে
হারাইয়া সে গেল
একটা জীবন ছিন্ন-ভিন্ন
করিয়া যে দিল রে...
করিয়া যে দিল
ভুল বুঝিয়া কোন সুদূরে
হারাইয়া সে গেল
একটা জীবন ছিন্ন-ভিন্ন
করিয়া যে দিল রে...
করিয়া যে দিল
আমায় ফেলে গেল চলে
জানিনা কোন সুখে...
ও আমার মন মানসী
হারানোর শোকে
আমার মন মানসী,
হারানোর...শোকে
সাগরে আর কত জল
মেঘেতেই বা কত জল
সাগরে আর কত জল
মেঘেতেই বা কত জল
তার চেয়ে বেশি জল রয়েছে
আমার দুটি চোখে...
ও আমার মন মানসী
হারানোর শোকে
আমার মন মানসী,
হারানোর...শোকে
সাগরে আর কত জল
মেঘেতেই বা কত জল
সাগরে আর,কত জল...