ঝুন ঝুন ঝুন ঝুন বেল বাটি
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
তিনটি চাকা
চুক্তিতে ভাড়া করে
চালায় সে রিক্সা
ঝুন ঝুন ঝুন ঝুন বেল বাটি
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
তিনটি চাকা
চুক্তিতে ভাড়া করে
চালায় সেই রিক্সা
মোসলেম ভান্ডারী, সে দীনের কান্ডারী
মোসলেম ভান্ডারী, সে দিনের কান্ডারী
রোদে পুড়ে ঘামে ভিজে পরাজিত কষ্টকে সাথী করে
দুটি পায়ে প্যাডেল যন্ত্রণা চেপে
প্যাসেঞ্জার বয়ে নিয়ে যায়
সে চালায় রিক্সা
এক আল্লাহ ছাড়া কেউ নাই আর
কপাল পোড়া চির কাঙ্গালি
মোসলেম ভান্ডারী সে দিনের কান্ডারী
মা বাবা চলে গেল
দূর থেকে শেষ মুখ দেখলো না
বাধা ঘর ভেঙে গেছে কবে
রাঙ্গা বউ পালিয়ে গেছে
আছে অবহেলা আর ঘৃণা
এক আল্লাহ ছাড়া কেউ নাই আর
কপাল পোড়া চির কাঙ্গালি
মোসলেম ভান্ডারী সে দিনের কান্ডারী
রাত নেমে এলে পরে ঝাঁটা পাগলের বেশে
ঘোরে শুধু মাঝারে মাঝারে
ডাল-ভাত ফুটপাত সাথি তার
আপন বলে কেউ নাই আর
এক আল্লাহ ছাড়া
কেউ নাই আর
কপাল পোড়া চির কাঙ্গালি
মোসলিম ভান্ডারী,দুই দিনের কান্ডারী
ঝুন ঝুন ঝুন ঝুন বেল বাটি
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
তিনটি চাকা
চুক্তিতে তে ভাড়া করে
চালায় সে রিকশা
ঝুন ঝুন ঝুন ঝুন বেল বাটি
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
তিনটি চাকা
চুক্তিতে ভাড়া করে
চালায় সে রিক্সা
মোসলেম ভান্ডারী সে দিনের কান্ডারী
মোসলেম ভান্ডারীসে দিনের কান্ডারী