বধু সেজে অন্যজনের হাতটি ধরে
চলে যায় সে মেনে নিতে পারিনারে
বধু সেজে অন্যজনের হাতটি ধরে
চলে যায় সে মেনে নিতে পারিনারে
তবু দিলাম বিদায় ভালোবাসা মন থেকে বিদায় রে
যায় রে সে যায় রে
যায় রে চলে যায় রে
বধু সেজে অন্যজনের হাতটি ধরে
চলে যায় সে মেনে নিতে পারিনারে
বদলে যাওয়া তোমায় দেখে দুফোঁটা জল এলো এ চোখে হে
কেমন করে ভুলবো স্মৃতি স্মৃতি শুধু পেছনে ডাকে
তবুও দিলাম বিদায় ভালোবাসা মন থেকে বিদায় রে
যায় রে সে যায় রে
যায় রে চলে যায় রে
বধু সেজে অন্যজনের হাতটি ধরে
চলে যায় সে মেনে নিতে পারিনারে
সপ্ন ভাঙার এই লগনে পরাজয়টা নিতে হলো মেনে
অভিযোগের কাঠগড়াতে হবে না যে তোমাকে দাঁড়াতে
তবু দিলাম বিদায় ভালোবাসা মন থেকে বিদায় রে
যায় রে সে যায় রে
যায় রে চলে যায় রে
বধু সেজে অন্যজনের হাতটি ধরে
চলে যায় সে মেনে নিতে পারিনারে
বধু সেজে অন্যজনের হাতটি ধরে
চলে যায় সে মেনে নিতে পারিনারে
তবু দিলাম বিদায় ভালোবাসা মন থেকে বিদায় রে
যায় রে সে যায় রে
যায় রে চলে যায় রে
যায় রে সে যায় রে
যায় রে চলে যায় রে
যায় রে সে যায় রে
যায় রে চলে যায় রে