1 আদর ও করিয়া মানুষ আল্লাহ বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে ও গোঁ ফেলিয়া
2 কেমন দিবা জাহান্নামে ও গোঁ ফেলিয়া
3 আদর ও করিয়া মানুষ আল্লাহ বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে ও গোঁ ফেলিয়া
4 কেমন দিবা জাহান্নামে ও গোঁ ফেলিয়া
5 সকলেরি দরজা হয়তে আল্লাহ ফিরিয়া
6 সকলেরি দরজা হয়তে আল্লাহ ফিরিয়া
তোমারি দরজায় রইলাম ও গোঁ পড়িয়া
7 তোমারি দরজায় রইলাম ও গোঁ পড়িয়া
8 আদর ও করিয়া মানুষ আল্লাহ বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে ও গোঁ ফেলিয়া
9 কেমন দিবা জাহান্নামে ও গোঁ ফেলিয়া
10 তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে
11 তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে
বলো তোমার বান্দা যাবে ও গোঁ কার ধারে
12 বলো তোমার বান্দা যাবে ও গোঁ কার ধারে
13 আদর ও করিয়া মানুষ আল্লাহ বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে ও গোঁ ফেলিয়া
14 কেমন দিবা জাহান্নামে ও গোঁ ফেলিয়া
15 তোমার দয়া না পাই যদি আল্লাহ কবরে
16 তোমার দয়া না পাই যদি আল্লাহ কবরে
বলো তোমার বান্দার কি উপায় হবে
17 বলো তোমার বান্দার কি উপায় হবে
18 আদর ও করিয়া মানুষ আল্লাহ বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে ও গোঁ ফেলিয়া
19 কেমন দিবা জাহান্নামে ও গোঁ ফেলিয়া
20 তোমার দয়া না পাই যদি আল্লাহ হাশোরে
21 তোমার ছায়া না পাই যদি আল্লাহ হাশোরে
মাথার মগজ পরবে গলে ও গোঁ তাপেতে
22 মাথার মগজ পরবে গলে ও গোঁ তাপেতে
23 আদর ও করিয়া মানুষ আল্লাহ বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে ও গোঁ ফেলিয়া
24 কেমন দিবা জাহান্নামে ও গোঁ ফেলিয়া
25 খুনার বুঝা মাথায়
লইয়া আল্লাহ কানতেছি
25 খুনার বুঝা মাথায়
লইয়া আল্লাহ কানতেছি
মাপ করে দাও দয়াল আল্লাহ এলাহি
মাপ করে দাও দয়াল আল্লাহ এলাহি
আল্লাহ হাফেজ