menu-iconlogo
huatong
huatong
avatar

তোমারি নাম আকাশে উড়ে প্রভু

ইসলামী গজলhuatong
লিরিক্স
রেকর্ডিং

তোমারি নাম আকাশে উড়ে প্রভু

বাতাসে ছড়িয়ে যায়

তোমারি নাম আকাশে উড়ে প্রভু

বাতাসে ছড়িয়ে যায়

মধুর কন্ঠে গাছের ডালে

মধুর কন্ঠে গাছের ডালে

বুলবুলি গান গাই..

তোমারি নাম আকাশে উড়ে প্রভু

বাতাসে ছড়িয়ে যায়

এই হৃদয়ে আছে যত আশা

তোমায় ঘিরে শত ভালোবাসা

তোমারি তাসবিহ জপে এমন

হৃদয় জুড়ে সারাক্ষণ

এই হৃদয়ে আছে যত আশা

তোমায় ঘিরে শত ভালোবাসা

তোমারি তাসবিহ জপে এমন

হৃদয় জুড়ে সারাক্ষণ

তোমার পথে চলবে যে জন

হবে যে সাদা জয়

তোমারি নাম আকাশে উড়ে প্রভু

বাতাসে ছড়িয়ে যায়

তোমারি নাম আকাশে উড়ে প্রভু

বাতাসে ছড়িয়ে যায়

তোমার আলো ঝরে পৃথিবীতে

চাঁদ সূর্য সারা দেয় তাতে

লক্ষ তারা ঐ আকাশ ভরা

সবই তো তোমারি গড়া

তোমার আলো ঝরে পৃথিবীতে

চাঁদ সূর্য সারা দেয় তাতে

লক্ষ তারা ঐ আকাশ ভরা

সবই তো তোমারি গড়া

তোমারই সৃষ্টি সাগর নদী

তুমি দয়াময়..

তোমারি নাম আকাশে উড়ে প্রভু

বাতাসে ছড়িয়ে যায়

তোমারি নাম আকাশে উড়ে প্রভু

বাতাসে ছড়িয়ে যায়

তোমারি নাম আকাশে উড়ে প্রভু

বাতাসে ছড়িয়ে যায়

ইসলামী গজল থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে