আমি রবো না রবো না ঘরে
শিল্পীঃকাজী শুভ
Uploaded by Md_Raton
==================
আমি রবো না রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না
না না না না গো
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
===================
Created by ABS
===================
বন্ধু আমার চিকন কালা
নয়নে লাইগাছে ভালা
বিষম কালা ধুইলে ছাড়ে না
আরে বিষম কালা ধুইলে ছাড়ে না
আরে বিষম কালা ধুইলে ছাড়ে না
না না না না গো
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
==================
Created by ABS
==================
ঘরে আছে কূলবধূ
হস্তে লইয়া সরু মধু
কি মধু খাওয়াইলো জানি না
ওরে কি মধু খাওয়াইলো জানি না
কি মধু খাওয়াইলো জানি না
না না না না গো
বন্ধু বিনে প্রাণ বাঁচে না৷
আমি রবো না রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।
=================
Created by ABS
=================
ভাই বে রাধা রম...ন বলে
ভাই বে রাধা রমন বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে
জ্বলছে আগুন আর তো নিভে না
আরে জ্বলছে আগুন আর তো নিভেনা
জ্বলে আগুন আর তো নিভে না
না না না না গো
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবো না রবো না ঘরে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না
====================