নাই কিছু আর নিজের বলে
ভাসাইছি সব প্রেমেরও জলে
নাই কিছু আর নিজের বলে
ভাসাইছি সব প্রেমেরও জলে
যা যাওয়ার তা গেছে আমার.....
যায় আসে কি তাতে তোমার গো.....
নাই কিছু আর নিজের বলে
ভাসাইছি সব প্রেমেরও জলে
সুখের জমন বিলীন আমার
তোমার প্রেমের ফাঁন্দে
আহত এই পরান আমার
পইরা পইরা কান্দে
সুখের জমন বিলীন আমার
তোমার প্রেমের ফাঁন্দে
আহত এই পরান আমার
পইরা পইরা কান্দে
বিধির লিখন হয়তো এমন.......
কি আর আছে আমার করার গো
নাই কিছু আর নিজের বলে
ভাসাইছি সব প্রেমেরও জলে
ছাইড়া তুমি যাইবা আমায়
ভুলে ও ভাবেনাই মন
বিনা মেঘের বজ্রপাতে
নষ্ট হইল এ জীবন
ছাইড়া তুমি যাইবা আমায়
ভুলে ও ভাবেনাই মন
বিনা মেঘের বজ্রপাতে
নষ্ট হইল এ জীবন
বিধির লিখন হয়তো এমন.......
কি আর আছে আমার করার গো
নাই কিছু আর নিজের বলে
ভাসাইছি সব প্রেমেরও জলে
নাই কিছু আর নিজের বলে
ভাসাইছি সব প্রেমেরও জলে