[লিরিক্স:মেয়ে তোর কোঁকড়া চুলে]
[কন্ঠশিল্পী:কাজী শুভ]
ছেলে-মেয়ে তোর কোঁকড়া কোঁকড়া চুলে যেনো
সমুদ্রের ঢেউ খেলে
তোর কোঁকড়া কোঁকড়া চুলে যেনো সমুদ্রের ঢেউ খেলে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে,
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে,
মেয়ে তোর গোলাপ গোলাপ ঠোঁটে,যখন মিষ্টি হাসি ওঠে
তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন মিষ্টি হাসি ওঠে
সেই হাসি দেখিতে আমার ভাল্লাগে,
সেই হাসি দেখিতে আমার ভাল্লাগে,
মেয়ে-আরে লাগ ভেলকি চোখে মুখে
ছু মন্ত্রর ছু,জাদুর কাঠি হাতে নিয়ে দিলাম তোরে ফু.
চান্দের বুড়ি থুত থুড়ি আর চরকা কাটে না,
আবোল তাবোল ভাব ধরিলেই ফ্যাশান যে হয় না
বন্ধুরে তোর হাতে ধরি আমার মাথা খা,
ধমকি বাজি ছাড়ান দিয়া ভালো হইয়া যা..
[অসাধারণ একটা গান]
ছেলে-হাতে বালা গলায় মালা,কানে গুজে ফুল,
ফতুয়া আর জিন্স পরিয়া খোলা রাখো চুল,
আবার ফ্যাশোন করে পরো তুমি প্লাস্টিকের ঘড়ি কন্যা হে..
আরে ঘরে তোমার চাল থাকে না চাইনিজ খাবার চাও
ঘন ঘন সেলফি তুলে ফেসবুকেতে দাও,
ঢেংনা মার্কা স্যান্ডেল পইরা করো দৌড়াদৌড়ি কন্যা হে...
মেয়ে তোর প্রেমে পড়ার কারণ,তোর শ্যামলা শ্যামলা বরন
তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরন
তোর শ্যামলা গালের টোল পড়াটা ভাল্লাগে,
তোর শ্যামলা গালের টোল পড়াটা ভাল্লাগে..
আরে..সাত বারে ফেল মারিয়া,করছো মেট্রিক পাস
রাতের বেলা ভাব মারিয়া পরো সানগ্লাস
আবার আব্বা না বলিয়া তারে ডাকো তুমি ড্যাডি কন্যা হে..
আরে..রাতে ফোনে চ্যাটিং করো,দিনেতে ঘুমাও
তিন দিনের খাবার তুমি একদিনেতে খাও,
দিয়াশলাইয়ের কাঠির মতো করছো তোমার বডি কন্যা হে...
মেয়ে তোর মায়া মায়া চোখে যেনো আগুন জ্বলে বুকে....
তোর মায়া মায়া চোখে যেনো আগুন জ্বলে বুকে
সেই মায়াজালে বন্দী হতে ভাল্লাগে,
সেই মায়াজালে বন্দী হতে ভাল্লাগে
মেয়ে তোর কোঁকড়া কোঁকড়া চুলে যেনো সমুদ্রের ঢেউ খেলে
তোর কোঁকড়া কোঁকড়া চুলে যেনো সমুদ্রের ঢেউ খেলে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে
মেয়ে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন মিষ্টি হাসি ওঠে
তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন মিষ্টি হাসি ওঠে
সেই হাসি দেখিতে আমার ভাল্লাগে
তোর শ্যামলা গালের টোল পড়াটা ভাল্লাগে
তোর হাঁটাচলা কথা বলা ভাল্লাগে
তোর মায়াজালে বন্দী হতে ভাল্লাগে
তোর কোঁকড়া চুলে ঢেউ খেলানো ভাল্লাগে
তোর মিষ্টি হাসি দেখতে আমার ভাল্লাগে