menu-iconlogo
huatong
huatong
avatar

জীবনের গলি থেকে রাজপথ Rifat LRB

কুমার শানু।huatong
🇧🇩Rifat-LRB☔G🅱️☔huatong
লিরিক্স
রেকর্ডিং
শিরোনাম:-জীবনের গলি থেকে রাজপথ

অ্যালবাম:-একাই চলেছি

গীতিকার:-মনোজ ঠাকুর

সুরকার:-তপন ভট্টাচার্য্য

শিল্পী:-কুমার শানু

⫸=====Rifat=====⫷

জীবনের গলি থেকে রাজপথ

একাই পায়ে হেঁটে চলেছি,

তবু আজো তার পাইনি সাঁড়া

আজীবন যাকে শুধু খুঁজেছি

জীবনের গলি থেকে রাজপথ

একাই পায়ে হেঁটে চলেছি,

তবু আজো তার পাইনি সাঁড়া

আজীবন যাকে শুধু খুঁজেছি

ক্লান্তির নেই কোন অবসর,

সন্মুখে ওঠে গো যদি ঝড়

ক্লান্তির নেই কোন অবসর,

সন্মুখে ওঠে গো যদি ঝড়

মিছে আলেয়া,ডাকে হাতছানিতে

যতই দূরে তারে রেখেছি

আজীবন যাকে শুধু খুঁজেছি

জীবনের গলি থেকে রাজপথ

একাই পায়ে হেঁটে চলেছি,

তবু আজো তার পাইনি সাঁড়া

আজীবন যাকে শুধু খুঁজেছি

কণ্ঠের সুর হল অবসান,

তবু যে জাগে গো বুকে গান

কণ্ঠের সুর হল অবসান,

তবু যে জাগে গো বুকে গান

হারানো হিয়ার ব্যথারই সুরে

গোপন আশায় দিন গুনেছি

আজীবন যাকে শুধু খুঁজেছি

জীবনের গলি থেকে রাজপথ

একাই পায়ে হেঁটে চলেছি,

তবু আজো তার পাইনি সাঁড়া

আজীবন যাকে শুধু খুঁজেছি

জীবনের গলি থেকে রাজপথ

একাই পায়ে হেঁটে চলেছি,

তবু আজো তার পাইনি সাঁড়া

আজীবন যাকে শুধু খুঁজেছি

⫸=ধন্যবাদ=⫷

কুমার শানু। থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে